Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

ব্লগিং কি, ব্লগিং করে কত টাকা আয় করা যায় ২০২৪ কিভাবে বিস্তারিত জেনে নিন

 ব্লগিং কি, ব্লগিং করে কত টাকা আয় করা যায় ২০২৪ বিস্তারিত জেনে নিন 

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এখনকার দিনে আমরা সবাই কোন না কোন ভাবে সহজ উপায়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই। কিন্তু সঠিক দিক নির্দেশনা না থাকায় সবাই সফল হতে পারি না। আবার এমন কোন কাজ শুরু করি যা কিনা শেষ মেশ আমাদেরকে অনেক সময় সফলতার দিকে নিয়ে যেতে পারে না।

কিন্তু আপনি যদি চান যে খুব সহযে অনলাইন থেকে ইনকাম করবেন তবে আপনার জন্য বেস্ট সাজেশন হচ্ছে সম্পুর্ন ফ্রিতে ব্লগিং শুরু করা এবং গুগলের এডসেন্স নিয়ে একটা স্মার্ট ইনকাম আয় করা। তো চলুন আজকের পোস্টে জেনে নিই ব্লগিং কি, ব্লগিং করে কত টাকা আয় করা যায়, ব্লগিং কিভাবে শুরু করবো, ব্লগিং করে আয় করার উপায় কি?, ব্লগিং কিভাবে শিখব, কিভাবে ব্লগিং শুরু করবো, ব্লগিং কোর্স কি, মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম করার উপায়, মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটি, ব্লগিং এর কাজ কি, বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি, ব্লগিং করে আয় করার উপায় ব্লগিং গাইড, make money online | ব্লগিং করে কত টাকা আয় করা যায় ২০২২?, মাইক্রোব্লগিং কি, ব্লগিং টিপস, মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটি, ফ্রি ব্লগিং কোর্স, ইভেন্ট ব্লগিং, মাইক্রো ব্লগিং ওয়েবসাইট কোনটি, ব্লগিং কিভাবে শুরু করা যায়, ব্লগিং শেখার বই, বাংলা ব্লগিং।

ব্লগিং কি, ব্লগিং করে কত টাকা আয় করা যায় ২০২৪ কিভাবে বিস্তারিত জেনে নিন
ব্লগিং কি, ব্লগিং করে কত টাকা আয় করা যায় ২০২৪ কিভাবে বিস্তারিত জেনে নিন



ব্লগিং কি

ব্লগিং হলো নির্দৃষ্ট এক বা একাদিক বিষয়ের উপর ইনলাইনে লেখা লেখি করা যা ব্যাবহার কারীদের জানতে চাওয়ার সকল প্রশ্নের উত্তর প্রদান করে বা ঐ বিষয়ে উত্তর দেয়া হয়। এতে করে ব্যাবহার কারীদের ভিজিট করার মাধ্যমে অন্য কারো প্রমোশনাল ব্যানার ম্যাসেজ পৌছে দিয়ে টাকা ইনকাম করা যায়। যেমন গুগলের এডসেন্স। এছাড়াও আরো কিছু ওয়েবসাইটের পন্যের বিজ্ঞাপন দেখিয়েও খুব সহযে টাকা ইনকাম করা যায়। যে কেউ চাইলেই ফ্রিতে একটি ব্লগার ওয়েবসাইট তৈরী করে পোস্ট বা আর্টিকেল লিখালিখি করে এখান থেকে টাকা ইনকাম করতে পারে।


ব্লগিং করে কত টাকা আয় করা যায়

ব্লগিং করে কত টাকা আয় করা যায়? সত্যি এর কোন সঠিক উত্তর দেয়া মুসকিল। বলে রাখি আপনার ওয়েবসাইটের ভিজিটরের উপর ভিত্তি করে গুগল এডসেন্স এর পন্যের বিজ্ঞাপন পৌছে দিয়ে ইনকার করা হয়। সুতরাং কত টাকা আয় হবে সেটা নির্ভর করে আপিনার সাইটে কতগুলো ভিজিটর আসে তার উপর।

এমনও ব্লগার সাইট রয়েছে যারা প্রতিদিন ১ থেকে ৫০ হাজার টাকা আয় করে থাকেন। মাসে প্রায় ১ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা আয় করে থাকেন তারা।


কিভাবে ব্লগিং শুরু করবো

আপনার হাতে যদি একটি স্মার্ট ফীন থাকে এবং তাতে ইন্টারনেট কানেকশন অন করে নিতে পারেন শুধু মাত্র এইটুকুন উপকরনের মাধ্যমেই আপনি ব্লগিং শুরু করদ দিতে পারবেন। তবে প্রফেশনাল হলে আপনি কম্পিউটার বা ল্যাপটপ নিতে পারেন। এতে করে খুব দ্রুত ই আপনি আপনার লক্ষে পৌছাতে পারবেন। প্রথমে আপনি গুগলের একটি একাউন্ট তৈরী করে নেবেন। পরে Blogger.com এ গিয়ে একটি ব্লগস্পট সাইট তৈরী করে নেবেন। এরপর লেখালেখি শুরু করতে পারেন।


ব্লগিং করে আয় করার উপায় কি?

ব্লগিং করে আয় করার অনেক উপায় রয়েছে। যেমন Google Adsense, Adstrra, বা অন্য কোন ওয়েব সাইটের বিজ্ঞাপন দেখিয়ে, অথবা এফিলিয়েট মার্কেটিং করে আয় করা যাবে।


ব্লগিং কিভাবে শিখব

ব্লগিং শেখার জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। গুগল, ইউটিউব অথবা আমাদের MeaningInBangla ওয়েবসাইটের ব্লগিং টিপস এর মাধ্যমে শিখতে পারেন।


মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম করার উপায়

মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম করার খুব সহজ উপায় রয়েছে। আপনার হাতের স্মার্ট ফোনের মাধ্যমেই ব্লগিং শুরু করে দিতে পারেন। এ অন্য আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট খুলে নিতে হবে। সেখানে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।


make money online | ব্লগিং করে কত টাকা আয় করা যায় ২০২৪

সত্যি বলতে হাজার থে লাখ টাকা আয় করা যায় শুধু মাত্র ব্লগিং করে আয় করা যায়।


বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি

বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি বা সাইটের মধ্যে রয়েছে Trickbd। এরা প্রতিনিয়ত টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে থাকেন।

মাইক্রোব্লগিং হচ্ছে ছোট একটি বিষয়ের উপর লেখা লেখি করা। অর্থাত ছোট একটি বিষয়ের উপর ইউজারদের প্রয়োজন অনুযায়ী তথ্য বা টুলস দিয়ে ব্লগিং করা। বর্তমানে ট্রেন্ডিং সব বিষয়ের উপর মাইক্রো ব্লগিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে।


বাংলা ব্লগিং

বাংলা ভাষায় ব্লগিং করাই হচ্ছে বাংলা ব্লগিং। একটি ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট বাংলায় করাই হচ্ছে বাংলা ব্লগিং। বর্তমানে বাংলা ব্লগিং বাংলা ভাষাভাষী সবার কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে।




উপসংহারঃ

আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন অনলাইনে ফ্রিতে ইনকাম করবেন তবে আপিনার জন্য ব্লগিং একটি সেরা নিস হতে পারে। তাই আজই শুরু করে দিন কোন অনভেস্ট ছাড়াই- ব্লগিং করা আর অনলাইনে ফ্রিতে ইনকাম করা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ