Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

দেখে নিন যে সিনেমা ১৩ দিনের আয় করেছে ২১৬ কোটির থেকেও বেশি Meaninginbangla

দেখে নিন যে সিনেমা ১৩ দিনের আয় করেছে ২১৬ কোটির থেকেও বেশি Meaninginbangla


দেখে নিন যে সিনেমা ১৩ দিনের আয় করেছে ২১৬ কোটির থেকেও বেশি Meaninginbangla
Honuman Movie Poster (Collocted)- Meaning in Bangla


Honuman Movie সিনেমা ১৩ দিনে কত আয় করেছে?

ভারতের প্রশান্ত ভার্মা পরিচালিত তেলুগু সিনেমা হনুমান আয় করেছে ২১৬ কোটি। তাও আবার মাত্র ১৩ দিনে। অবিশ্বাসের মনে হলেও এটিই সত্যি হয়েছে এই সিনেমায়।

এই সিনেমাতে মুল চরিত্রে অভিনয় করেছেন তেজা সাজ্জা, অমৃত আইয়ার সহ প্রমুখ ব্যাক্তি রা।


গত ১২ জানুয়ারি এটি দেশের মোট আড়াই হাজার সিনেমার পর্দায় মুক্তি পায় সিনেমাটি।

মুক্তির পরপর ই বক্স অফিস জুড়ে বিশাল সারা ফেলে দিয়েছে "হনুমান" সিনেমাটি।

বাজেট ৫০ কোটি থাজলে ১ম সাপ্তাহেই এটি ২০) কোটি ছাড়িয়ে ফেলেছে। যা কিনা সত্যি অবাক করার মতই।


ভারতের সংবাদ সংস্থা, এ এন আই কে এক সাক্ষাতকারে তেজা সাজ্জা জানান, একটি মুখ্য চরিত্রে সুওয়ার ডুপার মুভিতে কাজ করার অভিজ্ঞতা সত্যি অনেক আনন্দের।


মুভিটি শুধু দেশিয় হল গুলোতেই আয় করেছে ১১৪.১১ কোটি রুপি। এবং বিশ্বজুড়ে প্রায় ২১৬ কোটি রুপির বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ