Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

কেমন হতে চলছে বাংলাদেশি রাস্তায় রয়্যাল এনফিল্ড Royal Enfield 350 cc মোটর সাইকেল? Meaning in Bangla

কেমন হতে চলছে বাংলাদেশি রাস্তায় রয়্যাল এনফিল্ড Royal Enfield 350 cc মোটর সাইকেল?

খুব শিগ্রই বাংলাদেশি রাস্তায় দেখা যাবে ৩৫০ সিসি-র ক্ষমতা সম্পন্ন মোটর সাইকেল রয়্যাল এনফিল্ড। অবিশ্য হলেও এটি ই সত্যি। তবে কেমন হতে চলচগে তা বলা একদমি মুসকিল। কারন বাংলাদেশি রাস্তা আর যানযটের যে করুন অবস্থা। তবে এটুকুন আশা বাদী যে খুব শিগ্রেদেখা যাবে এ রয়্যাল এনফিল্ড জাতীয় মোটর বাইকটি।


কেমন হতে চলছে বাংলাদেশি রাস্তায় রয়্যাল এনফিল্ড Royal Enfield মোটর সাইকেল?
কেমন হতে চলছে বাংলাদেশি রাস্তায় রয়্যাল এনফিল্ড Royal Enfield মোটর সাইকেল?


এ খবর জানিয়েছে দেশিয় মোটর বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মটরস।



বাংলাদেশি রাস্তায় রয়্যাল এনফিল্ড Royal Enfield মোটর সাইকেল

ইফাদ মটরস এর পরিচালক তাসকিন আহনেদ জানান, এবছরের শুরুতেই রয়্যাল এনফিল্ডের ক্লাসিক, বুলেট, হান্টার, এবং মিটিওর নামের ৪ টি সংস্করণ যাত্রা কফতে যাচ্ছে বাংলাদেশি রাস্তায়। তবে এটির দাম নির্ভর কেমন করতে তা হচ্ছে বিনিময় হার যেমন হবে।


দেশিয় এই ইফাদ মটরস এর চট্টগ্রাম কারখানায় বছরে ৪০ হাজার মোটর বাইক প্রস্তুতের সক্ষমতা রয়েছে এই প্রতিষ্ঠানটির।


সরকার গত বছর ২০২৩ সালের শেষের দিকে ৩৭০ সিসি মোটর চালানোর অনুমতি দেয়। এরপর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অতিমধ্যে ২৫০ সিসি ক্ষমতা সম্পন্ন মোটর বাইক বাজারে নিয়ে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ