প্রান প্রিয় মা-কে হারালেন জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ
![]() |
| প্রান প্রিয় মা-কে হারালেন জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ Meaning in Bangla |
আসসালামু আলাইকুম, প্রিয়ো বন্ধুরা, বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ-র মা খায়রুন নাহার আর নেই।
গতকাল বুধবার- ২৪ জানুয়ারি রাত ১১ টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)
বাংলাদেশ চলচিত্রে আরেফিন শুভ একজন অন্যতম অভিনেতা। তার অভিনয় জীবনে অনুপ্রেরণার আরেক নাম ছিলেন তার মা খায়রুন নাহার। মায়ের ইন্তেকালে কান্নায় ভেংগে পড়েন জনপ্রিয় এই অভিনেতা। চিত্রাঙ্গন জুড়ে চলছে শোকের মাতম।
আরেফিন শুভ মুলত ২০০৫ সালে শোবিজ থেকে তার পথ চলা শুরু করেন। পরে ২০০৭ সালে নাটকে কাজ করেন। পরবর্তীতে ২০১০ সালে জাগো সিনেমায় কাজ শুরু করেন।
জানা যায় গত ৮ বছর ধরেই আরেফিন শুভর ঢাকার বাসাতেই থাকতেন মা খায়রুন নাহার। এছাড়াও জানা যায় তিনি ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছিলেন। এছাড়াও ছিল বার্ধক্যজনিত সমস্যা।
Read More: অবশেষে বিতর্কিত 'শরীফ ও শরীফার' গল্পটি বাদ দিতে আদালতের আইনি নোটিশ -meaninginbangla


0 মন্তব্যসমূহ